ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে জনি মল্লিকের সঞ্চালনায় নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, প্রথম আলোর নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থ,সিনিয়র অফিসার জনি এস গোমেজ,নিজ বানাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহিনুর, পাঁচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম , শিশু ফোরামেররপ্রতিনিধি মোমতাজ উদ্দিন মামুন, যুব ফোরামের প্রতিনিধি নুসরাত জাহান সাথী,
পাঁচানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র হৃদয়, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিপা আক্তার প্রমুখ।
উল্লেখ্য নান্দাইল ওয়ার্ল্ড ভিশন কর্তৃক একটি প্রথমিক বিদ্যালয় ও চারটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নান্দাইল ঘাস ফুল শিশু ফোরামের পাঠাগার স্হাপনের জন্য আসবাবপত্র বিতরন করা হয়। যার মধ্য প্রত্যেকটি বিদ্যালয়ে ৭৫ টি করে বই, ১০টি চেয়ার, ০১টি বুক শেলফ,১টি পানির ফিল্টার এবং ০১টি পানির ফিল্টার স্ট্যান্ড ও নান্দাইল ঘাস ফুল শিশু ফোরাম কে ২৫ টি বই ১০টি চেয়ার ০১টি পানির ফিল্টার ছিলো ।