ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাটখিল উপজেলা বিএনপি ও অংগসংগঠনের (একাংশের) উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন সমর্থীত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার নুরনবী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন ভুইয়া ,জেলা স্বচ্ছাসেবক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন দিপু,
বিএনপি নেতা মাকসুদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, উপজেলা স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব এস কে শাকিল, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, কনক,ছাত্রদল নেতা আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।