1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক-১ শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয় : ড. মামুন আহমেদ নোয়াখালীতে ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু নেত্রকোনায় নৌকার সিল মারা ব্যালট উদ্ধার তিন বছর পর শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

লংগদুতে ৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও অর্থ সহায়তা বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু, (রাংগামাটি)
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পঠিত

রাঙামাটির লংগদু উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ষরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় এবং ৩০০ জন সবজি চাষিদের মাঝে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং প্রত্যেক জনকেই বিকাশে ১০০০ টাকা করে সহায়তা করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ জাহান সহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বক্তব্যে বলেন, খাদ্যে সয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে যে ধরনের বীজ ও সার দেওয়া হলো তা উন্নতমানের। এসব বীজ ক্রয় করতে বাজারে পাবেন না। আপনারা যত্ন সহকারে রোপণ করবেন। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আপনাদের এলাকায় এলাকায় গিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK