চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে বিএনপি নেতা আলমগীর (আগুন) এর হত্যা মামলাটি অভিযোগ হিসেবে গ্রহণ করার জন্য মঙ্গলবার দুপুরে আদালত নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশ প্রদানের কিছুকক্ষণের মধ্যে সায়েদাবাদ বাস র্টামিনাল এলাকা থেকে মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন।