ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারা দেশের শহীদদের স্বরণে বিশেষকরে ২০০৬ সালে ২৮ শে অক্টোবর রুহিয়া থানা বিএনপি অফিসে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের উপর হামলা ও আহত সকল নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলামসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় রুহিয়া থানা বিএনপি অফিসে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন এবং অন্যান্য নেতৃবৃন্দ।