ময়মনসিংহের গৌরিপুর ও নান্দাইল উপজেলার দায়িত্ব প্রাপ্ত গৌরিপুর সেনা ক্যাম্প প্রধান মেজর ইসরাকুল আলম বলেছেন, নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতির চেষ্ঠা করলে সোমবার (২৮ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ সভাকল্পে এক সম্মিলিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নান্দাইলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন মেজর নাঈম হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, মাসুম খান, যুবদল নেতা বিল্পব, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুউদ্দিন, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আবদুল আহাদ প্রমুখ। নান্দাইলের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা চলমান অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়া সকল কলেজে এডহক কমিটি গঠন, সমুত্ত জাহান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা, অপরাধী গ্রেফতার, জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল সভায় জানান, কানারামপুর থেকে নান্দাইলের শেষ সীমানা জামতলা বাজার পর্যন্ত সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া সভায় চৌরাস্তার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বাজার মনিটরিং সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রধান অতিথি মেজর ইসরাকুল আলম বলেন, নান্দাইলের সকল সেক্টরের অপরাধিদের তালিকা অনেক বড়। এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।