নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ অক্টোবর ( রবিবার) সকাল ১১ ঘটিকায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে উপজেলা যুবদলের নেতা কর্মীরা। এর পর নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের ছবি সংবলিত গেঞ্জি গায়ে দিয়ে অসংখ্য নেতা কর্মী র্যালী নিয়ে বারহাট্টা মডেল স্কুলের মোড় থেকে বেড়িয়ে গোপালপুর বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনার মঞ্চে এসে শেষ হয়।
মিছিলে বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বারহাট্টা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি আঃ কাদির খান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসিম উদ্দিন তালুকদার,গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি প্রার্থী শহিদ মড়ল, যুবদলের নেতা আবুল খায়ের, চন্দন, সাবেক ছাত্র নেতা মুশফিকুর রহমান, ছাত্র দলের নেতা বিল্লাল হোসেন সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে মডেল স্কুলের মোড়ে, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির বারহাট্টা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ ও সদস্য সচিব আলহাজ্ব আশিক আহমেদ কমল। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।