লক্ষ্মীপুর জেলার রায়পুরে ট্রাক চাপায় মো. মুসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ভুঁইয়ে রাস্তার মাথা সংলগ্ন চৈতাইল্লা দিঘির পাড়ে এমন দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পরেই ঘাতক ট্রাকচালক গাড়ি রেখ পালিয়ে যায়।
নিহত মো. মুসা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হায়দার আলী বেপারী বাড়ির মো. শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে নাস্তা করতে মো. মুসা দোকানে যায়, নাস্তা শেষে দোকান থেকে ফেরার সময় রাস্তা পারা হতে গেলে লক্ষ্মীপুর থেকে আসা মালবাহী একটি ট্রাকের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন মিলে ট্রাকটি আটক করে। তবে ঘটনার পর পরেই ট্রাকের চালক পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।