লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশেম আহমেদ রুপমকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কাওতলি এলাকা থেকে তাকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, ‘একাধিক মামলায় বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন রুপম। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।’