শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি নকল স্বর্ণের বারসহ বট্টু মিয়া (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। ২২ শে ডিসেম্বর (রোববার) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
সূত্রে জানা গেছে, আটককৃত বট্টু মিয়া নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের একজন সদস্য। তিনি রোববার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলে একটি নকল স্বর্ণের বার বিক্রি করেন। (ক্রেতা) ওই মহিলা স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান। স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করে নকল বলে প্রমাণিত হলে উপস্থিত জনতা বট্টু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক প্রতারক বট্টু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।