1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে একজন নিহত ও মজনু মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। ২২ শে ডিসেম্বর (রবিবার)  দুপুরে শেরপুর – ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।  নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ি জামালপুর সদরে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। এতে গুরুতর আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আরেকজন মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থল থেকে ট্রলি চালক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK