শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২০ শে ডিসেম্বর (শুক্রবার) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর শত শত প্রান্তিক পর্যায়ে কৃষকদের অংশগ্রহণে কাকিলাকুড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় নতুন বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাকিলাকুড়া ইউনিয়ন কৃষক দলের আহব্বায়ক হেজবুল্লাহ সওদাগরের সভাপতিত্বে কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষক দলের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু হারিচ বাচ্চু।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু। কৃষক সমাবেশ মুক্ত আলোচনায় স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ ও প্রান্তিক পর্যায়ের চাষীরা তাদের মতামত তুলে ধরেন।
এ সময় কাকিলাকুুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী ফজু, সাংগঠনিক সম্পাদক টুটুল সওদাগর, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, শ্রীবরদী সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক, কাকিলাকুড়া ইউনিয়ন যুব দলের নেতা মোস্তাফিজুর রহমান, রানা সহ স্থানীয় বিএনপি ও তার সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ সহ প্রায় দেড় হাজার প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।