নেত্রকোণার বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ খবিরুল আহসান। বুধবার নতুন কর্মস্হলে যোগদান করেন তিনি। এসময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা প্রশাসন।তাকে বরণের সময় সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়,নবাগত ইউএনও মোঃ খবিরুল আহসান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা। এর আগে তিনি জেলার পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডার হিসেবে চাকুরী জীবন শুরু করেন ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি যোগদান করেছেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে।