ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (৯ডিসেম্বর) রোকিয়া দিবসে উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে ৫ জয়িতা নারীকে উপজেলা পরিষদ হল রুমে সংর্ধ্বনা প্রদান সহ সম্মাননা ক্র্যাস্ট সনদপত্র ও উপহার প্রদান করা হয়। ২০২৪সনে নান্দাইলের ৫ জয়িতা নারীরা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী রঞ্জন রানী বর্মন (চন্ডীপাশা), শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছাঃ লুৎফুন্নাহার (মোয়াজ্জেমপুর), সফল জননীনারী মোছাঃ মনোয়ারা বেগম (মুশুলী), নির্যাতনে বিভাষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রহিমা খাতুন (মুশুলী) ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ জোসনা খাতুন (মোয়াজ্জেমপুর)।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ নান্দাইল শাখার সভাপতি বাবলী দাস, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী ও নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল হামিদ রতন বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রতি বছর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রতি উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে এই পদক সরকারীভাবে প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে অরুন কৃষ্ণ পালন বলেন, এই পদক প্রদানের মাধ্যমে নারীরা সমাজে গুরুত্বপূর্ন অবদান রাখবে এবং অন্য নারীরা তাদের দেখে ভাল কাজে এগিয়ে আসবে।