নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদয়ালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। ২০১৬ সাল থেকে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর এ পরীক্ষার আয়োজন করে যাচ্ছে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন। পরীক্ষায় দুটি গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা বৃত্তির পাশাপাশি সদন দেওয়া হয়।
পরীক্ষায় ৮টি কিন্ডার গার্টেনের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশ নেওয়া কিন্ডার গার্টেনগুলো হলো- মোহনগঞ্জের ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্টার কিন্ডার গার্টেন, অক্সফোর্ড কিন্ডার গার্টেন, জিনিয়াস কিন্ডার গার্টেন, বারহাট্টা উপজেলার চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন, কংস মডেল স্কুল, মৈত্রী মডেল স্কুল ও ধর্মপাশার আরফা একাডেমি। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ বল হাদী হৃদয় জানান, শিশু শিক্ষার্থীদের মেধাকে শানিত করতেই এই জিনিয়াস বৃত্তি পরীক্ষার আয়োজন। এতে শিক্ষার্থীরা প্রতিযোগীতার মাধ্যেমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবে। এটি আমাদের উপজেলায় একটি ব্যতিক্রমী আয়োজন।
জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশনের শিক্ষা সচিব ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ তালুকদার জানান, দীর্ঘ ৮ বছর ধরে এই জিনিয়াস বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। এতে আশপাশের উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। মেধার প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরও শানিত করার সুযোগ পাবে। পাশাপাশি বৃত্তি ও সনদ তাদের অনুপ্রেরণা যোগাবে। তাদের জানার ও শেখার আগ্রহ তৈরি হবে। শিক্ষার্থীর অভিভাবক বিউটি আক্তার বলেন, কিন্ডার গার্টেনগুলো এমনিতেই তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগীতা করে। এই পরীক্ষা তাদের আরও অনুপ্রেরণা দেবে। শিক্ষার্থীরাও প্রতিযোগীতায় অংশ নিয়ে নিজেদের নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবে। এটা একটা বিরাট সুযোগ বলে আমি মনে করি।