ইসকনসহ সকল উগ্রহিন্দুত্ববাদী সংগঠন নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ছাত্র জনতা ও সাধারণ মুসল্লির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহ,
আরামবাগ মাদ্রাসা ছাত্র আল মামুন, মো. ইলিয়াস উদ্দিন, মো. সাদি, সাধারণ মুসল্লি মো. নুরুজ্জামান, মো. পারভেজ কবিরসহ অন্যরা।
সমাবেশ বক্তারা বলেন,সমাবেশে চাঁপাই নবাবগঞ্জ সমন্বিত ছাত্র-জনতার পক্ষে বক্তাগণ বলেন, ইসকনসহ সকল উগ্রহিন্দুত্ববাদী সংগঠন অখন্ড ভারত তত্ত্বে বিশ্বাসী। আর অখন্ড ভারত বাংলাদেশের পৃথক অস্তিত্ব স্বীকার করে না, নিজের অংশ বলে দাবী করে। অখন্ড ভারত এমন একটি উগ্রহিন্দুত্ববাদী কল্পনা, যার মধ্যে হিন্দু ছাড়া কোন ধর্মের মানুষের অস্তিত্ব নেই। এই অখন্ড ভারত প্রতিষ্ঠা করতে গিয়ে ইসকন প্রতিনিয়ত মুসলিম বিরোধী কার্যক্রমে লিপ্ত। চাপাই নবাবগঞ্জ সমন্বিত ছাত্র-জনতার পক্ষে বক্তাগণ বলেন, অখন্ড ভারতের পতাকা হচ্ছে গেরুয়া পতাকা। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ে ‘স্বাধীনতা স্তম্ভে’ জাতীয় পতাকার উপর সেই অখন্ড ভারতের গেরুয়া পতাকা উড়ায় ইসকন সদস্যরা। সেই সময় তাদের রাষ্ট্রবিরোধী মুখোশ জনসম্মুক্ষে উন্মোচিত হয়।
সমাবেশে চাঁপাই নবাবগঞ্জ সমন্বিত ছাত্র-জনতার পক্ষে বক্তাগণ বলেন, ইসকনের ভাবগুরু হচ্ছে মুসিলমবিদ্বেষী চৈতন্য। যার মূল শ্লোগান ছিলো- নির্যবন করো আজি সকল ভুবন, যার অর্থ- মুসলিমমুক্ত পৃথিবী গড়ো। বক্তাগণ বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা- বাংলাদেশে র’ বইয়ে লেখা আছে- ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদীয়া জেলার পাশে মায়াপুরে। মূলতঃ এটা ইহুদীদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি।
ইসকনসহ সকল উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ভারত তত্ত্বে বিশ্বাসী। ভারত এমন একটি উগ্রহিন্দুবাদী কল্পনা যেখানে হিন্দু ছাড়া কোন ধর্মের মানুষের অস্তিত্ব নেই। অখন্ড ভারত প্রতিষ্ঠা করতে গিয়ে ইসকন প্রতিনিয়ত মুসলিম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। ইসকনের ভাবগুরু হচ্ছে ইসলামবিদ্বেষী চৈতন্য।