———তুমি সকালের সূর্য হয়ে এসো——————
—————সোহেল খান দূর্জয়———————-
প্রতিদিন তুমি না হয় সকালের সূর্য হয়েই এসো
পূর্ব সীমান্তে আমি তোমার অপেক্ষারত থাকবো
আমি আসবে কি এই পথে তোমায় বরণ করতে
কথা দিলাম এ পুরো দিনটা মাথায় করে ঘুরবো
এই পৃথিবীর পশ্চিমা আকাশটা পর্যন্ত রাখবো
এই যে পুরো পৃথিবী দেখেবে আমার ভালোবাসা
তবুও কিন্তু আমি ভালোবাসার ঘাম মুছবো না
তোমার দেয়া ভালোবাসা উপচে পড়বে শরীরজুরে
তবুও তোমার কাছে যে আমি ক্লান্ত পথিক হব না
তুমি কি জানো ভালোবাসায় কেউ ক্লান্ত হয় না
সত্যি বলছি আমি সন্ধ্যাকালীন প্রদীপ জালাবো না
শুধু তোমার দেয়া শেষ রক্তিমাটুকু গায়ে জড়িয়ে
পশ্চিমা আকাশের সীমান্ত থেকে যে ফিরে আসবো
শুধু আমি পুবের আকাশটায় প্রার্থনায় রত থাকবো
বলো তুমি আবার কখন আসবে সকালের সূর্য হয়ে
আমি আর ভাববো কেনো এতো অস্তমিত হতে হয়
সত্যিই তুমি ও কি আমার জন্য অপেক্ষারত থাকো
আমি তো থাকি তখন সকালের সেই পূর্ণ প্রার্থনায়,
ভোরের পাখি ওঠে ডাকি আম-কাঁঠালের গাছে
আকাশ জুড়ে আলোর খেলা সোনার রবি হাসে
ফুল বাগানে ফুল ফুটেছে ফুটল যে সকল কলি
মধু সঞ্চয়ে আসিতেছে ধেয়ে পুঞ্জে পুঞ্জের অলি
সোনার রোদ ওঠে হেসে চারি পাশের আঙিনায়
তাইতো বই খাতা নিয়ে সবে রোজ পাঠশালা যায়
বেলা বাড়ে দুপুর হয় কাজল দিঘির এই যে ঘাটে
তেল মেখে ছেলে মেয়েরা সব জলে সাঁতার কাটে
তাইতো বিকেল হলে ছেলেরা মাঠে ফুটবল খেলে
তাইতো পশ্চিমে দেখি দিনের সূর্যি যায় অস্তাচলে
দিনের শেষে আঁধার নামে তাইতো সন্ধ্যাবাতি জ্বলে
সুন্দর চাঁদ ওঠেছে তারার মালা আকাশের কোলে
প্রতিদিন রাত কাটে ভোর হয় নতুন সকাল আসে
আকাশজুড়ে আলোর খেলা দিনমনি যে হাসে।
স্বর্ণশোভায় সূর্য উদয় আজকের প্রভাত যে কালে
এই সুন্দর আকাশ রাঙ্গা আলোর পুষ্প শোভিতে
এই যে দিগন্ত জুড়ে কোলাহল অরুপ জীবন প্রাতে
তাই হৃদয় জুড়ে মনোহর দেখি ছন্দশোভার তালে
দীপজ্বলা সেই সন্ধ্যায় আলোর আখিঁ আঁধার করে
আলোক বাতি সরিয়েছিলে প্রেম যমুনার এই তীরে
তাইতো এই যে জ্যোৎস্নার পরশ মাখা প্রেমের ছলে
শান্ত করে মায়ার ভূবন অপেক্ষার এই যে ভোরে
বহু প্রহর গুনেছি আমি তারা অন্ধকারের আকাশে
পূর্ণিমার চাঁদের আলো আজ মলিন হয়েছে তার
তুমি আমার ব্যথিত হৃদয় বসন্তের বিরহ যে সহেছে
এই নদীর উর্বরা ছুঁয়ে ঝর্ণার গান ভেসেছে বাতাসে
সেই বসন্তে পুষ্প ফুটেছে সূর্য উঠার আয়োজনে
তাইতো আজ আমার আঁধার ঘরে আলো এসেছে
আমার স্বপ্ন ভেঙে ভোরের পাখি আজ ধরেছে গান
এ শিশির ভেজা তাজা ফুল কুঁড়ির রেনু মাখা প্রাণে।