সামনে আসছে (৩০ নভেম্বর) শনিবার খালিয়াজুরীতে বিএনপির কর্মী সমাবেশকে সামনে রেখে বিএনপির সকল অঙ্গ সংগঠন উপজেলা সদরে এক মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর( বুধবার) দুপুর একটায় উপজেলা সদরে দলের সকল নেতা কর্মীদের উপস্থিতিতে মিছিল বের করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন,যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান কেস্টু, নাজমুল হক আরিফ,ইদ্রিস আলী মোল্লা,সাবেক গাজীপুর ইউনিয়নের মোঃ মাসুদ মিয়া, যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক ছোটন,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাযহারুল ইসলাম পলিনসহ বিভিন্ন দলের অনেকেই।
নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকলকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস প্রদান করায় আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়াও নেতৃবৃন্দরা জানান মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির জন্য আগামী ৩০ নভেম্বর জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মী সমাবেশে সকল নেতা কর্মীকে উপজেলা সদরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।