ময়মনসিংহের ভালুকায় এ সি আই মটরস্ এর উদ্যোগে সোনালীকা ডে ও বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ভালুকা সদরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইস্টপার্টের জেনারেল ম্যানেজার আতিআর রহমান, জেনারেল ম্যানেজার সার্ভিস আল মাসুদ, ঢাকা রিজিয়নের স্যালস ম্যানেজার বিধান চন্দ্র দাস, এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান পারভেজ, অ্যাসিস্ট্যান্ট
টেরিটরি ম্যানেজার আরিফ ফকির, সিনিয়র রিকোভারি অফিসার মোঃ রবিউল ইসলাম সহ এ সি আই মটরস্ এর৷ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ। উক্ত উনুষ্ঠানে সোনালীকা ট্র্যাক্টরের গ্রাহকদের ফ্রি সার্ভিস দেওয়া হয়। নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে মোবাইল ফোন গিফট ও ডিসকাউন্ট দেওয়া হয়। এবং খেলা ধূলার আয়োজন করা হয় ও পুরুস্কার বিতরণ করা হয়।