1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের এখনো কমিটিই হয়নি, কাজ শেষ নিয়ে শঙ্কা কৃষকদের  ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন নান্দাইলে পঙ্গু মামুন কে  হুইল চেয়ার প্রদান  লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

দানবীয় ব্যাটিংয়ে তিলক ভার্মার বিশ্বরেকর্ড

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

ব্যাট হাতে দুর্দান্ত এক সময় পার করছেন ভারতীয় তরুণ ব্যাটার তিলক ভার্মা। সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে ভারত ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে। যেখানে শেষ দুই ম্যাচেই পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক। তার সেই দানবীয় ব্যাটিং দেশে ফিরেও অব্যাহত রেখেছেন। টি-টোয়েন্টি বিশ্বরেকর্ড গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিলক মেঘালয়ার বিপক্ষে খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের ঝোড়ো ম্যারাথন ইনিংস। ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটারের তান্ডবে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ২৪৮ রান তোলে। পাহাড়সম লক্ষ্য তাড়ায় মেঘালয়া মাত্র ৬৯ রানেই গুটিয়ে ১৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে।

মুশতাক আলির উদ্বোধনী ম্যাচটিতে তিলক ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে। প্রথম ওভারেই ক্রিজে আসা এই ব্যাটার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ঝড় তুলেছেন ২২৫.৩৭ স্ট্রাইকরেটে। ৬৭ বলের ইনিংসে তিলক ১৪টি চার ও ১০টি ছক্কার হাঁকান। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি চড়াও ছিলেন দিপ্পু সাঙমার ওপর। তার ১৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় তিনি ৫০ রান তুলেছেন।

তন্ময় আগারওয়ালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৮ বলেই ১২২ রান তোলেন তিলক। সেই জুটিই মাত্র ১ রানে প্রথম উইকেট হারানো হায়দরাবাদকে টুর্নামেন্টটির পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এনে দেয়। ৪ উইকেটে তাদের ২৪৮ রানের পুঁজি মুশতাক আলি ট্রফির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

২২ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর সেঞ্চুরি করেছিলেন। দুটি ম্যাচেই অপরাজিত থেকে যথাক্রমে ১০৭ ও ১২০ রান করেন তিলক। এবার সেই গণ্ডি আরও ছাড়িয়ে গেলেন। তিনি প্রথম কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেছেন ১৫০–এর বেশি রানের ইনিংস। ভারতীয় নারী ক্রিকেটা কিরণ নাভগিরে ২০২২ সালে সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টিতে ট্রফিতে ১৬২ রান করেছিলেন।

প্রসঙ্গত, আইপিএল মৌসুম শুরুর আগেই যেন ব্যাট হাতে অনন্য রূপ ধারণ করলেন তিলক। একের পর এক সেঞ্চুরিতে তিনি যেন স্মরণীয় টুর্নামেন্টের আগাম আভাস দিয়ে রাখছেন। ২০২৫ আইপিএলের জন্য মুম্বাইয়ের রিটেনশন তালিকায় আছে তিলকের নাম। ওই ফ্র‌্যাঞ্চাইজির হয়ে আগের দুই মৌসুম খেলা বাঁ-হাতি এই ক্রিকেটারের পারিশ্রমিক ৮ কোটি রুপি ধরা হয়েছে। এদিকে, আসন্ন আইপিএলের মেগা নিলাম হবে আগামী ২৪-২৫ নভেম্বর, সৌদি আরবের জেদ্দায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK