নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা দৈনিক যুগান্তর সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হয়েছে।এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তামিম খান আদনান নামে এক ব্যক্তি তার ফেইসবুকে লিখেছেন, খালিয়াজুরীতে যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক দৈনিক যুগান্তরের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। সাংবাদিক ওমর ফারুক তার ফেসবুকে লিখেছেন খালিয়াজুরী উপজেলার দৈনিক যুগান্তরের সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনা হয়েছে।এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য জোর দাবি জানাচ্ছি ও নিন্দা প্রতিবাদ জানাই।
অন্যদিকে বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিকের হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এলাকার কিছু বখাটের বিরুদ্ধে নিউজ করার কারণে তার উপর এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন। বুধবার রাতে ব্যক্তিগত কাজে বাহিরে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে জানান আহত সাংবাদিকের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, বর্তমান উন্নত চিকিৎসার জন্য তাকে নেত্রকোনায় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি ম.কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, কেন বারবার সাংবাদিকদের উপর এরকম নেক্কারজনক ঘটনা ঘটছে আর প্রশাসনেই কেন নিরব ভূমিকা পালন করছেন। আমি এই ঘটনার প্রতিবাদ জানাই। এবং যারা এই ঘটনা ঘটিছে তাদের আইনের আওতায় এনে বিচার কার্যকরের দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকবুল হোসেন বলেন, এ ব্যাপারে থানায় এখনো মামলার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এদিকে, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খালিয়াজুরী প্রেসক্লাব সহ নেত্রকোনা জেলা প্রেসক্লাব ও সকল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ।