বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ অপরাধে দুজনকে ঘটনাস্থল থেকে এবং আরেকজেনকে লাক্সারী হোটেল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুর্গাপুরের মাঝাইল গ্রামের আব্দু মোতালেবে ছেলে মো. জুয়েল ও উকিলপাড়া এলাকার ওয়াস করুনির ছেলে মো. মোবারক এবং নেত্রকোনা সদরের তপন সাহার ছেলে কুনাল সাহা।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, গত ১৪ নভেম্বর দিনগত রাত ৭টার দিকে স্থানীয় জনগণ বাস ডাকাতির তথ্য সেনা ক্যাম্পে প্রেরণ করেন। এ তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল দুর্গাপুর ব্রিজ এলাকায় যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয় কিছু ছিনতাইকারী বাসে যাত্রীদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। টহল দলটি ঘটনাস্থল থেকে দুজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল লাক্সারী থেকে আরেকজন ছিনতাইকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের জেল এবং হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।