করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে অফিস কার্যালয়ে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ শিবলু মিয়ার।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মোহাম্মদ নূরুল ইসলাম। এসময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন ইউনিট ম্যানেজার আব্দুল মান্নান,রীনা খাতুন,জয়নব আক্তার, কামরুন্নাহার কেয়া সহ সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঘাটাইল জোন ও সার্ভিস সেন্টারের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।