লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয় শুক্রবার দুপুরে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. নুর মোহাম্মদ তথ্য জানান।
তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে চলে গেছে। বেপরোয়া গতির কারণে এ সড়ক দুর্ঘটনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া শিশুর লাশ দাফন করার কোনো বাধা নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারি পোলের কাছে শুক্রবার দুপুরে রাস্তা-পার হচ্ছিল আহনাফ হোসেন এক শিশু। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি বাস শিশু আহনাফ হোসেন কে চাপা দেয়। তাতে ঘটনাস্থলে সে শিশু মারা যায়। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। পুলিশ এসে বাসটি আটক করে, ঘাতক চালক পালিয়ে যায়।