‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ মঙ্গলবার ১০ই ডিসেম্বর সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পিস এম্বাসিডর লায়ন মোহাম্মদ ইলিয়াছ সিরাজী। উদ্ভোধক হিসেবে ছিলেন, প্রফেসর ডা.এম এ গফুর, মেজবাহ উদ্দিন, জাহিদুল করিম কচি, এডভোকেট আবু বক্কর ও গোলাম মওলা মুরাদ।
সভায় প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাৎ হোসেন, প্রধান বক্তা চট্রগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ কমিশনার সিএমপি, হাসিব আজিজ, সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, প্রফেসর ড এম ইদ্রিস আলী,শিক্ষবিদ ও গবেষক প্রফেসর ড এম এ জলিল,শিক্ষাবিদ মোহাম্মদ আমির হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন, সাগর ইসলাম,শারমিন আক্তার,আব্দুল কাদের রুবেল (সদস্য আই,এইচ,আর,সি)সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।