প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
২১ শে আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাসের খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ২১শে আগস্টের মামলায় খালাস পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১ ডিসেম্বর) আলোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামিকে খালাস দেয় আদালত। এতে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে তাৎক্ষণিক এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নূরপুর বোয়ালী, ইছাপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিয়াখড়া বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় আটক রাখা হয় বাটি বাংলার প্রাণের নেতা লুৎফুজ্জামান বাবরকে। বাবরের মুক্তিতে খালিয়াজুরী,মদন ও মোহনগঞ্জ তথা সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত।
এসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তাদের হুশিয়ার করে বক্তারা আরও বলেন, পালিয়ে যাওয়া নেত্রীর ফোনালাপ শোনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবেনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দিবোনা। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা ফ্যাসিবাদকে মোকাবিলায় সর্বদাই প্রস্তুত। সমাবেশ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে নেতা-কর্মীরা। এদিকে পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব, শেখ বদরুজ্জামান মানিক, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাইফ আহমদ সেকুল, মোঃ শামসুল আলম লালু, শহিদুল ইসলাম বকুল, সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহজাহান মিল্কী, কৃষক দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মজলিস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, উপজেলা ছাত্র দলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদ রহমান মিটু, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান মেদি, ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী হাসান চৌধুরী পিন্টু, যুগ্ম আহবায়ক খায়সার রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, যুগ্ম আহবায়ক সালমান ফার্সি, ছাত্র দলের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চৌধুরী হিরণ, ছাত্র দলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মুজাহিদুল ইসলাম ইমন, যুবদলের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মিলন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.