হাওরাঞ্চলের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিঁছিয়ে আছে, সে বিষয়টা আমি জানি। এখানে কি কি সমস্যা আছে সেগুলো দেখার জন্যই আমি সুনামগঞ্জে এসেছি। এ অঞ্চলের শিক্ষা ব্যাবস্থার মানোন্নয়নে শিক্ষক সংকট, কর্মকর্তা সংকটসহ আবাসন সংকট নিরসনে কাজ করার চেষ্ঠা করব আমরা।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আগামী বছরের জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়া হবে এবং প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না বলে জানান এ উপদেষ্টা।
এছাড়াও হাওর ভাতার বিষয়ে তিনি জানান, হাওর ভাতার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে থেকেও যারা পাচ্ছে না আমরা বিষয়টা দেখব। কেউ পায় কেউ পায় না। কেনও এমনটা হয় সেটা খতিয়ে দেখব আমরা।
বিদ্যালয় পরিদর্শন শেষে বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে শিক্ষা উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় যোগদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, সুনাসগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন প্রমুখ।