সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ লক্ষ ৩৯ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান, ৪৮ বিজিবি’র অধিনস্থ একাধিক বিওপি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, শাড়ী, থ্রী পিস, চকলেট, মদ ও প্রসাধনী সামগ্রীসহ ৬৯ লক্ষ ৩৯ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।