সুনামগঞ্জের জগনাথপুরে চাঞ্চল্যকর সিএনজি চালক সুজিত দাসের ক্লুলেস হত্যা মামলায় তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর পুত্র হায়দার আলী (৩৬), হবিগঞ্জ জেলা সদরের নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র হাফিজুর রহমান ও বাহুবল থানার পনারআব্দা গ্রামের আব্দুল হাই’র পুত্র মোঃ শিবলু মিয়া (২০)।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করে র্যাব।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর রাতে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতুর উপর সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক সুজিত দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় গত সোমবার রাতে নিহতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে র্যাব।
ক্লুলেস হত্যা মামলায় তিন আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে র্যাবের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, সিএসজি চালক সুজিত দাসকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে তাদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.