সুনামগঞ্জের দোয়ারাবাজারে যৌথবাহিনীর অভিযানে ৫২৫ ক্যারেট ভারতীয় কমলা, ৮৪ বস্তা চিনি ও ৩টি পিকআপসহ তিন আসামীকে আটক করা হয়েছে। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার থেকে ভারতীয় চোরাই পণ্য ও মালামাল পরিবহনে ব্যাবহৃত তিনটি পিকআপসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: বেল্লাল হোসেন, আব্দুর রহিম ও মাহফিস মরল। ভারতীয় কমলা ও চিনিসহ তিন আসামী আটকের সত্যতা নিশ্চিত করে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ জানান, ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় কমলা ও চিনিসহ তিন আসামীকে আটক হলেও তাদের কাছে কোন প্রকার অস্ত্র পাওয়া যায় নি বলেও জানান তিনি।