সুনামগঞ্জ জেলার জগনাথপুরে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
গত বুধবার রাতে উপজেলার ইছগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা আসামীরা হলেন উপজেলার সুহেল মিয়ার পুত্র শাওন মিয়া (১৯) ও কয়ছর আলীর পুত্র শহিদ মিয়া (২১)।
র্যাব জানায়, গত ২৭ অক্টাবর পূর্ব বিরোধের জেরে রায়হানকে খুপিয়ে রক্তাক্ত জখম করে আসামীরা। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফেরার পথে অবস্থার অবনতি হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জগনাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদের আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।