ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোঃ রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিঘলবাগ সীমান্ত এলাকা বিজিবি ক্যাম্প মুন্সিপাড়ায় বিওপি-এর অধীন ১১৩৯/৯ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে।
নিহত মোঃ রেজাউল করিম শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনা পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে এবং তিনি পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ঔষধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ (অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির শব্দ পায় স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায় মোঃ রেজাউল করিম স্বল্পমূল্যে ঔষধ আনার জন্য অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। পরে ওই মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে যায়।
মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.