প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক চাপায় মায়ের মৃত্যু
দিনাজপুরে অটো থেকে পরে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন(৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মায়ের কোলে এক বছরের শিশু সন্তান ছিলো, কোলে থাকা শিশু সন্তানটি সুস্থ রয়েছে বলে জানায় অস্থানীরা।
মঙ্গলবার(১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের শিশু সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে ।
নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী ।
স্থানীয় সুত্রে জানা যায় নিহত রোজিনা খাতুন বিরল থেকে একটি অটোযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে অটোটি বাঁক ঘুরানোর সময় হঠাৎ পরে গেলে অটোর পিছনে থাকা একটি ট্রাক এসে মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু তার কোলে থাকা এক বছরের শিশু সন্তানটি বেঁচে যায়। এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান ।
তাপস চন্দ্র রায়,চিরিরবন্দর,
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.