ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশিদুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিহতের আত্নার মাগফেরাত কামনা করেন।
জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া ৮ দফাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমাদেরকে এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি।
এই দাবী গুলো পুরোনে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করছি। আমরা এটি বলতে পারি যে, এ বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে।”
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটো রিক্সা রাচিকে চাপা দেয়।
আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.