শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আসা ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ৯ ডিসেম্বর (সোমবার) ভোর রাতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে কম্বলসহ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল (৩০) ও নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) আটককৃতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বর্ডারগাড ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার হলদ্রিগাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, পশ্চিম সমশ্চুড়া ভারতের সীমান্ত পথে কম্বল পাচার করছিল চোরাকারবারিরা।
এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো.আব্দুস সবুর। এ সময় ডাম্পট্রাক ভর্তি ৫৬ পিস উন্নতমানের কম্বলসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়।
পরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সানোয়ার হোসেন বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.