শেরপুরের শ্রীবরদীতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শ্রীবরদী পশ্চিম বাজারে ঐ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কৃষক যেন সরাসরি ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত পন্য বিক্রি করতে পারে সেই লক্ষ্যে বাজার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, কাঁচাবাজার এবং শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, কৃষক যেন ন্যায়্য মূল্যে ভোক্তাদের কাছে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সেই লক্ষ্যেই এ বাজার কার্যক্রম উদ্বোধন। একটি নির্দষ্ট স্থানে পণ্য বিক্রি করলে সবাই এখানে এসে কেনাকাটা করবে। এছাড়াও যত্রতত্র পণ্য বিক্রি বন্ধ হলে বাজারের যানজট অনেকটাই নিরসন হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.