লক্ষ্মীপুর জেলায় শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত শুক্রবার সদর উপজেলার ২০টি প্রতিষ্ঠানের প্রায় ১শ' জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এ অংশ গ্রহণে ছিলেন কোরআন তেলাওয়াত, আযান, দেশাত্মবোধক গান ও শহীদ জিয়ার জীবনী নিয়ে বক্তব্য প্রতিযোগিতা ৩ জন করে মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এছাড়া প্রাক্তণ প্রবীন শিক্ষক আবদুস সোবহান ও শশী ভূষন নাথকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসেন বিলাস, সঞ্চালনা করেন সাংগঠনিক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সমমনা ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এইচ আল রশিদ পাটোয়ারী টিটু, অ্যাডভোকেট নাজমুল করিম রাব্বি, ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন অপু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন বিটু পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ জহির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.