প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
ভোলা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন,পৌরসভা বিএনপির আহবায়ক মো. সাদেক মিয়া ঝান্টু, জামায়াতে ইসলামী বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.