1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

লালমোহনে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১১ বার পঠিত
পৌষ মাস শেষের দিকে, উত্তরা হাওয়া প্রবাহিত হওয়ায় সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে শীতের তীব্রতা অনুভূত হওয়া শুরু হয়েছে। কনকনে শীতের প্রভাবে চরম বিপাকে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষ। শীতার্ত এসব ছিন্নমূল অসহায় মানুষের দুর্ভোগ অনুভব করে তাদের নিকট কম্বল নিয়ে ছুটে চলেছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ অাজিজ। ।
মঙ্গলবার  রাতে লালমোহন বাজারের  চৌরাস্তাসহ শহরের বিভিন্ন এলাকা এবং উপজেলার কয়েকটি ইউনিয়নে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও‘র নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখা গেছে।
 লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত অসহায় দরিদ্র এবং প্রকৃত ছিন্নমূল মানুষের মধ্যে তাদের শীতের কষ্ট লাগবের জন্য তাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল ব্যক্তি বলেন,  আমাদের শীতের দুর্ভোগ চিন্তা করে ইউএনও স্যার অামাদেরকে কম্বল দিয়েছে,  এতে অামাদের অনেক উপকার হয়েছে। স্যার অামাদেরকে কম্বল দেওয়ায় একটু হলেও আমরা শীতের কষ্ট থেকে পরিত্রান পাব।
এ বিষয়ে লালমোহন বাজারের ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, বাজারের অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে ইউএনও স্যারের কম্বল বিতরণ করা দেখে খুবই ভালো লাগলো। যেভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এরমধ্যে এ মানুষগুলো কম্বল পাওয়ায় অনেক উপকৃত হয়েছে। স্যারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণীর মানুষও এরকম মানবিক কাজে এগিয়ে আসা উচিত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK