লক্ষ্মীপুরের সদর উপজেলার দিঘলী, চরশাহী, কুশাখালী এই ইউনিয়ন কৃষকদের মাঝে ১’শ পরিবারের মাঝে সরিষার বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে দিঘলদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরিষা বীজ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মো. লিটন মিয়া।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।
এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
কৃষক মফিজ উদ্দিন বলেন, কৃষি কাজ বাপ-দাদার পেশা। দরিদ্র কৃষক পরিবারেই জন্ম আমার। লেখা-পড়া করার ইচ্ছে থাকলেও সুযোগ পাইনি। আর সে কারণেই, বলতে গেলে জন্মের পর থেকেই কৃষি কাজ করি।
নতুন কৃষক আব্দুল কাদের বলেন, আমাদেরকে সরিষা চাষে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. লিটন মিয়া ও উপ-সহকারী কৃষি অফিসার ফিরোজ আলম, ইয়াছির আরাফাত, সামছুর রহমান, শফি উদ্দিন আহম্মদ, মাহমুদুল হাসান এবং অন্যান্য সেনা সদস্যরা।