দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়। শুক্রবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর যুব উন্নয়ন কর্যালয় প্রাঙ্গণে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে প্রতিষ্ঠানের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তরুণ যুবকদেরকে সঠিক পথের দিসা দিন, তারা যদি সঠিক পথে থাকে তাহলে জাতীকে সামনের দিকে এগিয়ে নিবে।
উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, যুব উন্নয়ন এর উপ- পরিচালক জসিম উদ্দিন আহাম্মেদ খান, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা ছালেহ উদ্দিন।
এর পূর্বে র্যালি বিডি ক্লিন লক্ষ্মীপুর এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন ফলন গাছ রোপন করা হয়।
আলোচনা শেষে যুব উন্নয়নের লক্ষ্মীপুর সদর উপজেলার যুব প্রশিক্ষন কৃত বায়ু গ্যাস প্লানের জন্য বিভিন্ন ক্যাটাগরির যুবক যুবতীদের মাঝে আর্থিক চেক প্রদান ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.