লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূ নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সকালে ওই নারী বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করেন।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
আসামিরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি এলাকার মনির হোসেন ও নুরুল ইসলাম শানু।
ভুক্তভোগী ও পুলিশ সূত্র, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে গত বুধবার এ ঘটনা ঘটে। ওই নারী রাতে ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। ওইদিন ভোরে সিঁধ কেটে মুখোশ পরা চারজন ঘরে প্রবেশ করে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে তিনি দুইজনকে চিনতে পারেন।
জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছে। আসামিদেরকে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.