লক্ষ্মীপুর জেলায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। কামাল সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় একজন সদস্য।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ওইদিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।
স্থানীয় সূত্র, ২০১৪ সালে লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যের কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।