লক্ষ্মীপুরে গভীর শ্রদ্ধায় আলোচনা সভার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
শনিবার সকালে শহিদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মা সেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জামসেদ আলম রানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বক্তব্যে বলেন, এই দিনে আমরা জাতীয় বহু বুদ্ধিজীবীকে হারিয়েছি। যারা অত্যন্ত সুদূরপ্রসারী জ্ঞানের অধিকারী ছিলেন। মূলত দেশকে বিবেকহীন করার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি।