'নারী কন্যার সুরক্ষা করি, সহিংতামুক্ত বিশ্ব গড়ি' এ প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুর জেলায় জয়ীতা অন্বেষনে বাংলাদেশ বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও লক্ষ্মীপুরে 'আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪' উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ কবির রানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা আনোয়ার পাশা প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা, চাকরি, সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে লক্ষ্মীপুর সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, দুদক কর্মকর্তা, সনাক-টিআইবি ও দুপ্রক এর প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.