লক্ষ্মীপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। ভারতের আগ্রাসন ও দূতাবাসে হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসদ জেলা শাখার ব্যানারে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
এর আগে লাল পতাকা হাতে দলের নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের আহ্বায়ক আবদুল মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মণ্ডল, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারতের আগ্রাসন রুখতে দেশের মানুষ প্রস্তুত। তাদের কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। পাশাপাশি দূতাবাসে হামলার প্রতিবাদ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.