লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ঘর নির্মাণ করে দিলো মানবসেবা ফাউন্ডেশন। বুধবার সকালে সদর উপজেলার পশ্চিম ধর্মপুর গ্রামে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান, মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কাশেম, সভাপতি হাসানুজ্জামান এমরান, পরিচালক জাকির হোসেন।
সংগঠনের পরিচালক জাকির হোসেন জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘরগুলো চৌচালা এবং রঙিন টিনের বেড়া সম্বলিত। ২২ ফুট দৈর্ঘ ও ১৭ ফুট প্রস্থের এ ঘরগুলো।
জাকির হোসেন আরও জানান, মানবসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে দরিদ্রের সহায়তা, শিক্ষা সহায়তা, রক্ত দান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
নুরজাহান বেগম বলেন, ঘরটি জরাজীর্ণ ছিল। বন্যায় এটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। নতুন ঘর পেয়ে আমি খুবই খুশি ও বসবাসের দুশ্চিন্তা চলে গেলো। এখন অন্তত নিজের ঘরে শান্তিমত ঘুমাতে পারব।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.