লক্ষ্মীপুর জেলায় 'ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল' স্কুলের আয়োজনে ফায়ারফ্লাই স্কলারশিপ প্রজেক্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রূপালী প্রভা নাথ ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তাসমিন জাহান উর্মি।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মানবাধিকার ও উন্নয়ন কর্মী শামসুল করিম খোকন, আইডিয়াল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রেজা হাসান, মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফায়ারফ্লাই স্কলারশীপ প্রজেক্টের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন দেন অতিথিরা। এতে ট্যালেন্টফুলে ৩৬জন, ১ম গ্রেডে ১৪২, সাধারণ গ্রেডে ১৭৬ জনসহ মোট ৩৫৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.