লক্ষ্মীপুর জেলায় বসেছে ন্যায্যমূল্যের বাজার। সিন্ডিকেট ভাঙতে স্বস্তি ফিরে পেয়েছে জনসাধারণ। অন্য দিকে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাজার দর কম হওয়া আসছে বাজারে জনসাধারণ।
ছাত্র প্রতিনিধিরা জানান, সিন্ডিকেট ভাঙতে ও জনমনে স্বস্তি ফেরাতে প্রশাসনের সহায়তায় তাদের এ আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে জনসাধারণ।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানান, বাজার দর নিয়ন্ত্রণ করতে ও সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যের বাজার। সুলভ বাজারের পরিধি বাড়াতে এগিয়ে এসেছে ছাত্র প্রতিনিধিরা। এর সুফল পাচ্ছে লক্ষ্মীপুর জেলাবাসী। একই সঙ্গে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।