প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
রুহিয়ায় পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে শিশু সুমন ইসলাম (৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র এ ঘটনা ঘটে।
নিহত সুমন ইসলাম খড়ি বাড়ি (বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র) গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাদাৎ হোসেন জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল। বল খেলার সময় বাড়ির পাশে নিমুহা পুকুরের পানিতে পড়ে যায়। তখন সে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে বিকেল ২টার দিকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.